বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি এখনো আশাবাদী বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে...আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো।’
সিইসি বলেন, ‘নির্বাচন আয়োজনের পরিবেশ ভালো এবং এটা অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই নির্দেশনা ইতিমধ্যেই দেয়া হয়েছে।’
আসন্ন সিটি নির্বাচনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতিরিক্ত নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। বিদ্যমান আইনের পরিবর্তন হয়নি...আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে সিইসির সভাপতিত্বে রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং কবিতা খানম বৈঠকে উপস্থিত ছিলেন।