ঢাকা, ০৯ জুলাই (ইউএনবি)- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে দেয়া স্থগিতাদেশ তুলে নেয়া হয়েছে। ফলে নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না।
সোমবার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাহজাহান এক শুনানির পর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।
আদালতে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়ার জন্য আবেদন জানান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।
এ আদেশের পর বিএফইউজে নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই বলে জানান আলমগীর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মবিনুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার দুই সাংবাদিকের আবেদনের প্রেক্ষিতে প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাহজাহান বিএফইউজে নির্বাচন আয়োজনে স্থগিতাদেশ দেন। ওই দুই সাংবাদিক হলেন- খাইরুল আলম এবং সেবিকা রানী।