ঢাকা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ১২তম সাফ সুজুকি কাপের ম্যাচ বিটিভিতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার মাধ্যমে পরীক্ষামূলকভাবে সক্রিয় হবে।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ সুজুকি কাপ-২০১৮ এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ১২ মে মার্কিন মহাকাশ পরিবহন কোম্পানি স্পেসএক্সের মাধ্যমে নির্ধারিত কক্ষপথে দেশের প্রথম ভূ-স্থির (জিওস্টেশনারি) যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ৫৭ জাতির অভিজাত মহাকাশ ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের অত্যাধুনিক ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
স্যাটেলাইটের জন্য রাশিয়ান কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে ২০১৫ সালের জানুয়ারিতে দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারে কক্ষপথ ভাড়া নেয়া হয়।