বিমানবন্দর স্বাস্থ্য ক্যাম্পের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, শনিবার রাত ৯টার দিকে তারা গাল্ফ এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে এখানে এসেছেন।
তিনি বলেন, শারীরিক তাপমাত্রা বেশি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের হাসপাতালে প্রেরণ করে।
এর আগে, শনিবার সকালে শরীরে অধিক তাপমাত্রা থাকায় বিদেশফেরত দুজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়। যাদের একজন মালদ্বীপ থেকে এবং আরেকজন বাহরাইন থেকে এসেছেন।
বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে আসা একজন এবং শুক্রবার সৌদি আরব থেকে ফেরা দুজনের শরীরে অধিক তাপমাত্রা থাকায় বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শনিবার রাত ১২টা থেকে ১০ দেশের সাথে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। রবিবার দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত ও বাহরাইনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ থাকবে।
এদিকে দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কথা রবিবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের দুজন দেশের বাইরে থেকে এসেছেন এবং অপরজন বিদেশফেরত একজনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। নতুন তিনজনসহ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৭ জনে দাঁড়াল। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।