বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা বছরে ২৬ হাজার ৪০০ কোটি টাকা নিচ্ছেন এবং এর ফলে ১২ হাজার কোটি টাকার কর হারাচ্ছে রাষ্ট্র।
এ তথ্য জানিয়ে বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে কাজ করছেন।
তিনি বলেন, ‘২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কাজ করছেন।’
বিদেশি শ্রমিকদের একটি তালিকা তৈরি করে তা হালনাগাদ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।