সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সড়ক নিরাপত্তা প্রকল্পে বারবার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও অর্থায়নের সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে। তারা যদি না আসে তবে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।’
রবিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা জোনের অধীনে নয়টি সেতু উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা অর্ধেক করতে আগামী দশকে বাংলাদেশকে প্রায় ৭.৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে।
পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং বিআরটি প্রকল্প আগামী বছর যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন কাদের।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
সারা দেশে করোনা মহামারির কারণে বিলম্বিত হওয়া রাস্তা ও সেতুর কাজ দ্রুত সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
কাদের বলেন, নির্মাণাধীন প্রকল্প সমাপ্ত হওয়ার পর সারা দেশে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বর্তমান রাজনীতি নিয়ে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী সাধারণ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
কাদের সাফ জানিয়ে দিলেন যে বাংলাদেশে বিশ্বের অন্যান্য গণতন্ত্রের মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে কোনো পক্ষপাত থাকবে না উল্লেখ করে আ.লীগ নেতা আরও বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ ও সুষ্ঠু হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হবে: সেতুমন্ত্রী