যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ তালিকায় ৩৯তম স্থানে আছেন।
তালিকায় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্দে এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন।
তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
আরও পড়ুন: সমাজে নারীদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো এবং টানা তৃতীয় মেয়াদে দায়িত্বে আছেন।
ফোর্বসের জানিয়েছে, শেখ হাসিনা তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনকালে জাতীয় খাদ্য নিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে কাজ করছেন।