ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ‘শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার গত বছর ৩৪.৩ শতাংশ বেড়েছে। বেকারত্ব দিন দিন বাড়ছে তবে হাজার হাজার বিদেশি কর্মী বাংলাদেশে কর্মরত রয়েছেন।’
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জীবনযাত্রার ব্যয় ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেন তিনি।
পণ্যমূল্য ও সেবা-সার্ভিসের ব্যয় বাড়ায় ২০১৯ সালে ঢাকায় জীবনযাত্রার ব্যয় ৬.৫ শতাংশ বেড়েছে বলে দাবি করে ক্যাব।
ক্যাবের প্রতিবেদন অনুযায়ী- রাজধানীতে ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৬ শতাংশ।
আগের বছরে সবচেয়ে আলোচিত ছিল পেঁয়াজের বাজার উল্লেখ করে গোলাম রহমান বলেন, ‘গত বছর স্থানীয় পেঁয়াজের দাম ৪৯.৫২ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম গড়ে ৭১.১১ শতাংশ বেড়েছে।’
ক্যাব সভাপতি বলেন, গত বছর সবজির দাম ৮.১৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি মসলার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।