শ্রমিকরা সকাল ৯টার দিকে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন।
তিনি বলেন, বিক্ষোভকারী শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন পাঁচ হাজার ৩০০ টাকা থেকে ৫১ শতাংশ বাড়িয়ে আট হাজার টাকা করে সরকার, যা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
কিন্তু কিছু শ্রমিক সংগঠনের নেতারা এই বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান এবং যত দ্রুত সম্ভব তা পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি মাসিক নূন্যতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
সরকার পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন আট হাজার টাকা ঠিক করে দিয়ে গত ২৬ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে।