বেনাপোল, ২১ নভেম্বর (ইউএনবি)- ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে বুধবার সকালে দুই শিশুসহ ১১ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বিপুল সংখ্যক নারী শিশু পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে জানতে পেরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ৪ জন পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু কে আটক করা হয়।
আটকরা হলো- হুমায়ুন (২৭),রানী বেগম(২৫),জয়গা বেগম (৩০),রুমা খাতুন (৩০),শরিমা খাতুন (২০) , রহিমা খাতুন (২২) হিদুল শেখ(৩০),রিয়া খাতুন(৭),সাজ্জাদ হোসেন (১০),লিটন বর্মন(৩৮)ও পিন্টু সরকার (৩৩)। আটককৃতদের বাড়ী নোয়াখালী, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।