হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ন্যূনতম ব্যয় ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করে প্যাকেজ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন এই প্যাকেজ ঘোষণা করেন।
এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার টাকা।
এর আগে গত বুধবার সরকার এ বছর হজ পালনের জন্য প্রত্যেক হজযাত্রীর জন্য ব্যয় নির্ধারণ করে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ৯ তারিখ (২৮ জুন) হজ-২০২৩ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সাইকেলে হজযাত্রায় বেনাপোল হয়ে ভারত গেলেন থাই নাগরিক সালাম
গত ৯ জানুয়ারি হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ এবং সৌদিয়া এয়ারলাইনস ৫০ শতাংশ যাত্রী বহন করবে।
এ ছাড়া মহামারির সময় হজযাত্রীদের বয়সসীমা তুলে নিয়েছে সৌদি সরকার, যার ফলে ৬৫ বছরের বেশি বয়সীদের গুরুত্বপূর্ণ হজে যাওয়ার পথ সুগম হয়েছে।
রুট টু মক্কা ইনিশিয়েটিভ চুক্তি অনুযায়ী, সব হজযাত্রী ঢাকায় তাদের প্রাক-আগমন ইমিগ্রেশন সম্পন্ন করবেন।
কোভিড-১৯ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ হজের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।
এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর হয়ে এবং বাকি ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে যাবেন।
আরও পড়ুন: সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ
হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে: ধর্মপ্রতিমন্ত্রী