পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় ১২ হাজার ৯১৬ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়া-কালাবদর নদীর ওপরে ৪ দশমিক ৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের ভোলা সেতু নির্মিত হবে।
বৃহস্পতিবার অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দেয়া প্রস্তাব অনুযায়ী, বরিশাল-ভোলা মহাসড়কে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে সেতুটি নির্মিত হবে।
সেতু বিভাগ তার প্রস্তাবে উল্লেখ করে, প্রস্তাবিত সেতুটি পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সাথে সরাসরি দ্বীপ জেলা ভোলার সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এতে উল্লেখ করা হয়, ‘ভোলা সেতু নির্মিত হলে রাজধানীর সাথে যোগাযোগ তৈরি করতে পদ্মা সেতুকে আরও কার্যকর করে তুলবে।’
এতে আরও বলা হয়, সরকার মনে করে প্রস্তাবিত ভোলা সেতুটি নির্মিত হলে পদ্মা সেতুর সুবিধা আরও বাড়বে।