ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তিন নম্বর রোডের প্রবেশ মুখে ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় আটক তিন ডাকাতকে উত্তরা পশ্চিম থানার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার(১১ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, মো. মিজান (৬৫), মো. রাসেল (২৭) ও মো. হাসান (১৯)।
আরও পড়ুন: লাউয়াছড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুন ভোরে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৭ থেকে ১৮ জন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে শলাপরামর্শ করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদের আসামিরা স্বীকার করেন, তারাসহ পলাতক আসামিরা বিভিন্ন স্থান থেকে চাপাতি, চাকু, স্টিলের ধাতব মুষ্টির রিং ও স্টিলের অর্ধ বৃত্তাকার ধারালো অংশ বিশেষ সংগ্রহ করে ঘটনাস্থলসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং সুযোগ বুঝে পথচারী ও বিভিন্ন গাড়ি আটক করে ডাকাতির পরিকল্পনা করছিল। পরবর্তীতে ১১ জুন এ তিন পলাতক আসামিকে আব্দুল্লাহপুর ফিলিং স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।