গত দুদিনে মাগুরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান সুজন ও জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হাবীবের নেতৃত্বে সাচিলাপুর বাজার, গোয়ালদাহ বাজার, টিকারবিলা বাজার ও আমলসার বাজারে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সাচিলাপুর বাজার, গোয়ালদাহ, কোদলা, টিকারবিলা, আমলসার, লাঙ্গলবাধঁ, জোকা, গয়াশপুর, শ্রীপুর, কাজলী, বরইচারা, নাকোলসহ বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডে সরকারি খাল ও খাল পাড়ের হাজার হাজার হাজার একর সরকারি জমি জবর-দখল নিয়ে এক শ্রেণির অসাধু ব্যক্তি অবৈধভাবে গড়ে তুলেছিল ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা স্থাপনা। সরকারের চোখ ফাঁকি দিয়ে এসব ব্যক্তি অবৈধ স্থাপনা ভাড়া দিয়ে বা নিজেই ব্যবহার করে প্রতিমাসে আয় করছে লাখ লাখ টাকা।
এছাড়াও খাল ও নদী দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে একদিকে যেমন খাল ও নদীর পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে অপরদিকে প্রাকৃতিক সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে।
গত কয়েকদিন ধরেই মাগুরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে মাইক ও বিভিন্ন প্রচার মাধ্যম এবং লিখিত নোটিশের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে বারবার দখলদারদের অবহিত করা হয়েছিল।
এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান সুজন বলেন, সারা দেশের ন্যায় মাগুরা জেলায়ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।