প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের মাতারবাড়িতে বিশুদ্ধকরণ প্রকল্পে অপচয় করা সমুদ্রের পানি স্থানীয় কৃষকদের ব্যবহারের অনুমতি দিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাতীয় সংসদ ভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন।
আরও পড়ুন: হলি আর্টিজানের ঘটনায় প্রাণ হারানো জাপানি নাগরিকদের স্মরণ করেছে জাইকা
এ সময় প্রধানমন্ত্রী মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই) উল্লেখ করেন এবং এ লক্ষ্যে একটি কর্তৃপক্ষ গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইপিজেড সম্পর্কে তিনি উল্লেখ করেন, বিনিয়োগকারীরা যাতে কোনো ঝামেলায় না পড়ে সেজন্য সেখানে ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট স্থাপন করা হবে।
শেখ হাসিনা জাইকার উদ্যোগে শাহবাগে শিশু গ্রন্থাগার নির্মাণের কথা বলেন এবং শিশুপার্কের কাছে এটি স্থাপন করা হবে বলে জানান।
বৈঠকের সময় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি মাতারবাড়ী, আড়াইহাজার ইপিজেড এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ তিনটি মেগা প্রকল্প পরিদর্শন করেছেন।
প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ইয়ামাদা জুনিচি বলেন যে গভীর সমুদ্রবন্দরে প্রবেশের রাস্তা এই বছরের শেষের দিকে খুলে দেওয়া হবে।
এছাড়া মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় আগামী বছরের শুরুতে চালু হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জাইকা ও রাজউকের আয়োজনে টিওডি সেমিনারে ঢাকার ভবিষ্যৎ নগর উন্নয়নের খসড়া উপস্থাপন