চুয়াডাঙ্গা, ২৮ জুন (ইউএনবি)- জেলার মাথাভাঙা ও ভৈরব নদী থেকে অবৈধ কোমর (মাছ শিকারের জন্য নদীতে বিশেষ পদ্ধতিতে তৈরি প্রতিবন্ধকতা) ও কচুরিপানা অপসারণ করা হচ্ছে।
শুক্রবার বেলা ১১টার দিকে জেলার ভিমরুল্লাহ ও বিষ্ণুপুর এলাকায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস এই কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলার নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ও বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ সংরক্ষণ করতে ওই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
কার্যক্রমে আরও অংশ নেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ্তীময়ী জামানসহ প্রশাসনের কর্মকর্তারা। পিছিয়ে ছিলেন না জনপ্রতিনিধিরাও। অংশ নেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।