রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজ একনেক ১৮টি প্রকল্প অনুমোদন করেছে, এতে ব্যয় হবে আনুমানিক ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকা।’
মন্ত্রী জানান, মোট খরচের মধ্যে ১৩ হাজার ৮১৩ কোটি ৪৪ লাখ টাকা সরকারি তহবিল থেকে আসবে। এছাড়া ৪২ কোটি ৬২ লাখ টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩ হাজার ৯৩০ কোটি ৮৯ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।
অনুমোদিত ১৮টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং ছয়টি সংশোধিত।
পরিকল্পনামন্ত্রী জানান, ‘নির্বাচিত মাদ্রাসা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় দুই হাজারের মতো নির্বাচিত মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করা হবে এবং এ জন্য প্রত্যেক সংসদ সদস্য নিজ এলাকার ছয়টি করে মাদ্রার তালিকা দিয়েছেন।
এছাড়া, বিশেষ বিবেচনায় আরো কিছু মাদ্রাসা নির্বাচন করা হবে বলে জানান মন্ত্রী।
প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে মাদ্রাসা ভবন ও শ্রেণিকক্ষ নির্মাণ, ভবন সম্প্রসারণ, প্রয়োজনীয় আসবাবপত্র কেনা এবং সৌর প্যানেল স্থাপন।