ইসরায়েলের নিষ্ঠুরতা এবং গাজায় বিভিন্ন গণমাধ্যম, এপি, আল-জাজিরাসহ বিভিন্ন মিডিয়ার ভবনকে লক্ষ্য করে বিমান হামলার ব্যাপক নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব(জেপিসি)।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে সহ-সভাপতি ইলিয়াস খানের সঞ্চালনায় এক ভ্যার্চুয়াল সভায় জেপিসির নেতারা এই নিন্দা প্রকাশ করেন।
আরও পড়ুন: গাজায় এপিসহ বিভিন্ন গণমাধ্যমের ভবনে ইসরায়েলের বিমান হামলা
ইসরায়েলি হামলায় আল-জাজিরা ও এপির কার্যালয় হিসেবে ব্যবহৃত ১২ তলা ভবনটি ধ্বংস করে দেয়া হয়েছে।
এই ভ্যার্চুয়েল সভায় জেপিসির নেতারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার সামগ্রিক দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
জেপিসির নেতারা ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেন।
জাতীয় প্রেস ক্লাব এ বিষয়ে জড়িত সকলকে গণমাধ্যম এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা, নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করার আহ্বান জানান।