গাজায় বিদেশী গণমাধ্যমের কার্যক্রম বন্ধে এবার এপি, আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার ইসরায়েলি হামলায় ওই ১২ তলা ভবনটিকে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়। এরই মাধ্যমে গাজায় অবস্থানরত বিদেশী সংবাদ মাধ্যমের সরাসরি কাজের সুযোগ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী। ভবনটি ধ্বংসরে পর আশেপাশের এলাকাজুড়ে কালো ধোয়া উড়তে দেখা যায়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০ ফিলিস্তিনি নিহত
যদিও হামলার এক ঘণ্টা আগে ইসরায়েলি বাহিনী ভবনটি খালি করার আদেশ জারি করে। কিন্তু, কেন এই ভবনটিতে হামলা চালানো হয়, তা জানা যায়নি।
আরও পড়ুন: গণমাধ্যম ব্যবহার করে হামাসকে ফাঁদে ফেলার চেষ্টা ইসরায়েলের
গাজায় অবস্থিত শরণার্থী শিবিরে হামলা চালানো মাত্র কয়েক ঘণ্ট পরেই এই ভবনটি গুড়িয়ে দেয়া হয়। ওই হামলায় ৮ শিশু ও ২ নারী নিহত হয়।