রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি ভবনে থাকা গার্মেন্টস কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, এখন পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আগুন নেভানো ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।
তিনি আরও জানান, রাসায়নিক বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাসযুক্ত শ্বাস নেওয়ায় নিহতদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
এই কর্মকর্তা বলেন, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সবাইকে ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে না আসার আহ্বান জানান তিনি।