ঢাকা, ০৯ অক্টোবর (ইউএনবি)- সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, নারী, জেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা পুনর্বহাল এবং সংস্কারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সরকার গত ৫ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার ফোরাম এ বিষয়ে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, ‘শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা রাখা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যারা ১৯৭১ সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি এটা অসম্মানেরও।’
ফোরামের পক্ষ থেকে আইন তৈরিরও দাবি জানানো হয়। যে আইনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত হবে।