ঢাকা, ১২ অক্টোবর (ইউএনবি)- মুজিব বর্ষ চলাকালে ২০২০ সালের নভেম্বরে বাংলাদেশ কমনওয়েলথ বিজনেস টু বিজনেস (বিটুবি) কানেকটিভিটি সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাংলাদেশ ঐকমত্যের ভিত্তিতে কমনওয়েলথ বিজনেস টু বিজনেস কানেকটিভিটি সংক্রান্ত দেশগুলোর প্রধান দেশ মনোনীত হয়েছে।
মন্ত্রী জানান, ১৯৭৩ সালের ২-১০ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কমনওয়েলথ সম্মেলনে অংশ নিয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা, সমৃদ্ধি ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সেই সময়ের সাথে মিল রেখে সম্মেলনের সময় নির্ধারণ হবে।
বাণিজ্যমন্ত্রী বর্তমানে লন্ডনে রয়েছেন এবং তিনি ৭-১০ অক্টোবর কমনওয়েলথ বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেন।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী এলিজাবেথ ট্রুসের সভাপতিত্বে এ বৈঠকে কমনওয়েলথ সদস্য ৫৩ রাষ্ট্র ও ৩০ জনেরও বেশি বাণিজ্যমন্ত্রী অংশ নেন বলে বাংলাদেশের লন্ডন দূতাবাস শনিবার জানিয়েছে।
লন্ডনের নিযুক্ত বাংলাদেশ হাকমিশনার সাইদা মুনা তাসনিমও বৈঠকে যোগ দেন।