বৃহস্পতিবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও গ্রামে মোহাম্মদ খান মিয়ার বসত ঘরে রান্নার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার সময় ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রথমে আগুন নেভাতে ব্যর্থ হয়।
পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান শেখ বলেন, দুর্বল এলজিপি গ্যাস সিলিন্ডারের কারণে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিক্রেতারা অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ ফুটা-ফাটা গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এতে করে মাঝে মধ্যেই আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটছে। গ্যাস বিক্রেতা ও ব্যবহারকারীদের আরো সচেতন হতে হবে বলেও জানান তিনি।