ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে তারা জঙ্গি ছিল… পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবকে ১৫০ রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে।’
অভিযানের পরে বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বাড়িটির ভেতরে প্রবেশ করে তিনটি পাসহ নিহতদের শরীরের ছিন্নভিন্ন অংশ খুঁজে পেয়েছে।
সকালে র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান ‘জঙ্গি আস্তানার’ ভিতরে বিস্ফোরণে একজন নিহতের খবর জানিয়ে বলেছিলেন, ভেতরে দুই/তিনজন থাকতে পারে।
এর আগে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের টিনশেডের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, গেপান সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে ভোর পৌনে ৫টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিস্ফোরণে বাড়িটির টিনের চালা উড়ে যায় জানিয়ে র্যাব কর্মকর্তা মুফতি আরও জানান, র্যাবের সাথে অভিযানে বোমা নিস্ক্রিয়কারী দল ও স্পেশাল ফোর্সের সদস্যরাও যোগ দিয়েছেন।
জিঙ্গাসাবাদের জন্য ওই বাড়িটির কেয়ারটেকারসহ তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিতরের অবস্থা বোঝার চেষ্টা করা হচ্ছে।