মৌলভীবাজার, ০৮ সেপ্টেম্বর (ইউএনবি)- সদর উপজেলার শেরপুর আফরোজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক এক কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে হাজী আলতাফুর রহমান মার্কেটের একটি তুলার মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে ওসমানীনগর, মৌলভীবাজার ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হাজী আলতাফুর রহমান মার্কেটের আরাফাত তুলা মিল, রাফি আইসক্রিম ফ্যাক্টরি, মিলি পোল্ট্রি ফার্ম ও বি-বাড়িয়া ক্রোকারিজ সম্পূর্ণ ভস্মীভূত এবং পাশের একটি চারতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্য আব্দুল হান্নান জানান, আগুনে আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।