বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়। কালীগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকে এই অবরোধ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
স্থানীয়রা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। এরপর তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন থামিয়ে নিজেদের দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। পরে লালমনিরহাট রেলওয়ের কর্মকর্তা যাত্রাবিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।
অবরোধকারীদের মধ্যে সাব্বির আহমেদ লাভলু বলেন, ‘তুষভাণ্ডারে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ কী কারণে এখানে যাত্রাবিরতি দেওয়া হবে না বলে আমরা জানতে পারি। এ কারণে আজকে এখানে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনে যেন যাত্রাবিরতি দেয়, সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’