রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের জাতীয় কমিটির সদস্যরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরা আমন্ত্রিত ছিলেন।
ইফতার শুরুর আগে জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত অন্যান্য শহীদ ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।