২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার। অতীতের মতো ফল প্রকাশ উপলক্ষে এ বছর থাকছে না বিশেষ কোনো আনুষ্ঠানিকতা। অনাড়ম্বরভাবেই এবারের এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ হবে।
ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময় থেকেই অনলাইন ও এসএমএসের মাধ্যমে বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার্থীদের লিখতে হবে— SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমন: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি হবে— SSC Dha 12345 2025।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হচ্ছে— Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল জানতে হলে টাইপ করতে হবে— SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
অন্যদিকে, শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হয়েছে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।