রাজধানীর কাফরুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক পলাতক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার মো. শাকির খান (৪২) রাজধানীর আদাবর এলাকার মৃত এছান খানের ছেলে এবং জঙ্গি সংগঠনের দাওয়াতি ও অর্থ বিভাগের সদস্য।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আদালত শাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ৯ বছর ধরে পলাতক ছিলেন তিনি এবং গত শনিবার বিকালে কাফরুল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে ১১ বছর পলাতক ‘হিযবুত তাহরীর সদস্য’ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা দুটি মামলার আসামি শাকির দেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাকিরকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং সংগঠনের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: রাজধানীতে ৮ বছর পলাতক হিজবুত তাহরীর নেতা গ্রেপ্তার