র্যাব
নওগাঁয় প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজা জব্দ, দুই মাদক কারবারি আটক: র্যাব
নওগাঁর রানীনগরে প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজা জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটকরা হলেন- বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেলে সোহরাব কাজী ও ঢাকার-কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজা জব্দ, যুবক আটক: র্যাব
শনিবার (৯ মার্চ) সকালে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে র্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় প্রাইভেটকারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা জব্দসহ তাদের আটক করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী মোহন কাজ করনে। তারা দুইজনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে ১৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৪
৮ মাস আগে
পাওনা টাকা চাওয়ায় চোখ উপড়ে ফারুককে হত্যা: র্যাব
নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফারুক নামে এক ব্যক্তির চোখ উপড়ানো লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী, লক্ষীপুরের রায়পুর এলাকা থেকে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীসহ জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
আটকরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩৬), মো. সোহাগ (৩৮), জহিরুল ইসলাম (৪৮), রনি হোসেন (২৩) ও বাদশা (২৩)।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিজাম ঢাকা এক্সপ্রেস পরিবহন নামের একটি প্রতিষ্ঠানের কাউন্টার ম্যানেজার, আর ফারুক কাউন্টারম্যান।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন ২০২৪: সারা দেশে র্যাবের ৭০০ টহল দল মোতায়েন
তাদের দুজনের কর্মস্থল টঙ্গী এলাকায়। নিজামের কাছে ফারুক টাকা পেতেন। ফারুক পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করেন নিজাম।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী গত সোমবার পাওনা টাকা দেওয়ার কথা বলে ফারুককে কাউন্টারে ডেকে আনেন নিজাম। এরপর নিজাম ও তার চার সহযোগী ফারুককে মারধর করেন। মারধরের পর ফারুককে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি খালি বাসে উঠিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আবারও এলোপাতাড়ি আঘাত করা হয়।
আরও পড়ুন: ঢাকায় ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা জব্দ, আটক ৩: র্যাব
তিনি বলেন, একপর্যায়ে সোহাগ ও রনি ফারুকের হাত-পা চেপে ধরেন। বাদশা ফারুকের বাম চোখ উপড়ে ফেলেন। পরে ফারুকের লাশ বাসে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশে রঘুরামপুর এলাকার নির্জন স্থানে ফেলা হয়।
জড়িতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব
১০ মাস আগে
জাতীয় নির্বাচন ২০২৪: সারা দেশে র্যাবের ৭০০ টহল দল মোতায়েন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে ৭০০ টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সবার সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ঢাকার মিরপুরে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে র্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছি। আগামীকাল র্যাবের ৭০০ টহল দল কাজ করবে।’
তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি, সব কিছুই প্রস্তুত রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলেছি।’
এম খুরশীদ হোসেন বলেন, ‘ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষ প্রয়োজনে র্যাবের হেলিকপ্টার থাকবে। এর বাইরে আমাদের একটি নতুন ডিভাইস আছে যার নাম ওআইভিএস। এই ডিভাইস দিয়ে এলাকার বাইরের কেউ এলে শনাক্ত করা হবে।’
আরও পড়ুন: ঢাকায় ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা জব্দ, আটক ৩: র্যাব
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গে মত বিনিময় সভা করা হয়েছে। তাতে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, সবার মধ্যে ভালো সমন্বয় রয়েছে।
সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কিছু দলের নির্বাচন বর্জনের ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোট দিতে কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। বিভিন্ন দেশে নির্বাচনের আগে যেমন নাশকতা দেখা গেছে তার তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি।
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের তুলনায় দেশের পরিস্থিতি অনেক ভালো আছে বলে মন্তব্য করেন র্যাবের মহাপরিচালক।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিকরা বিভিন্ন তথ্য দিয়ে নাগরিক হিসেবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমাদের সহযোগিতা করবেন। পাশাপাশি আপনাদের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
আরও পড়ুন: সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব
১০ মাস আগে
ঢাকায় ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা জব্দ, আটক ৩: র্যাব
রাজধানীর জুরাইন রেললাইন এলাকার একটি বাসা থেকে শনিবার ৫৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- কিশোরগঞ্জের নিকলীর জয়নাল আবেদীনের ছেলে আবুল কাশেম (৩৫), আব্দুল কাদেরের ছেলে ফজলে রাব্বী (২৭) ও আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর হোসেন (৩০)।
র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আরিফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাত ১টার দিকে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০টি ককটেল, ২৮টি পেট্রোল বোমা ও বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার আয়নাল নামে এক ব্যক্তি তাদের বোমা তৈরির নির্দেশ দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা বলেন- একটি দুষ্কৃতকারী মহল ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
আরও পড়ুন: সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
১০ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪১টি ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে কাছে আম বাগানে র্যাব-৫ (রাজশাহী) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে র্যাবের একটি দল ওই এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে লাল রঙের ৭টি বালতি থেকে ৪১টি ককটেল উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১৮টি ককটেল উদ্ধার র্যাবের
রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ
১০ মাস আগে
১১ দফায় অবরোধ: সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির পাশাপাশি সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: অবরোধ: রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র্যাব।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দলও নজর রাখছে।
আরও পড়ুন: বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ১১ দফায় অবরোধ চলছে
১১ মাস আগে
হরতাল: ১৬১ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন
বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এছাড়া যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানীতে ১৪৬টি টহল দলসহ সারা দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে বিজিবি ও র্যাবের সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
১১ মাস আগে
৬ষ্ঠ অবরোধ কর্মসূচি: সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২৮ প্লাটুন ঢাকা ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।
এদিকে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা রোধে সারা দেশে র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া, অবরোধ চলাকালে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা তদারকিও করছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দল নজর রাখছে।
আরও পড়ুন: হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৬ষ্ঠ অবরোধ: সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
১ বছর আগে
৬ষ্ঠ অবরোধ: সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
চলমান ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে মোট ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
এদিকে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা রোধে সারা দেশে র্যাবের ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া অবরোধ চলাকালে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তাও তদারকি করছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও গোয়েন্দা দল নজরদারি করছে।
আরও পড়ুন: সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
১ বছর আগে
অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান ঢালী গ্রেপ্তার: র্যাব
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইউনিট ২।
মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে ৬১৫ জন বিরোধী দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব
র্যাবের এই কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুরে বিএনপির ব্যানারে আতাউর রহমান ঢালী ও তার সহযোগীদের দ্বারা সংগঠিত একাধিক সহিংস ঘটনা ঘটেছে। তার নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়, যার মধ্যে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধের কারণে যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও বিঘ্ন ঘটানো।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২৯ অক্টোবর পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
শিহাব বলেন, এছাড়া আতাউরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
মিরপুরে বাস পোড়ানোর ঘটনায় ‘বিরোধী দলের’ ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব
১ বছর আগে