ঢাকা, ১৯ ডিসেম্বর (ইওউএনবি)- রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে যৌথ অভিযানে মোবাইল হ্যান্ডসেট ও নেটওয়ার্ক জ্যামারসহ ৬০ লাখ টাকার বেতার যন্ত্রপাতি উদ্ধার ও ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের ৮টি দোকানে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩টি অবৈধ হ্যান্ডসেটও উদ্ধার করা হয়েছে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মো. আমিনুল হক এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে ১০টি মামলা দায়ের করা হয়েছে এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের দুজনকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে এক বছর, একজনকে ছয় মাস, ছয়জনকে এক মাস এবং দুজনকে ১৫ দিন করে সাজা দেয়া হয়েছে।