রাজধানীর সিক্স সিজন হোটেলে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই সংলাপে বক্তারা হলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রুপ পেটারসেন, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত চার্লোটা স্লাইটার।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী সংলাপে সভাপতিত্ব ও সঞ্চালনা করছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন, ‘কসমস সংলাপের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের’ আওতাধীন এ সংলাপের আয়োজন করছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, পাঁচ নর্ডিক দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন- সবাই ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি একই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।