রাজধানীর ওয়ারী ও কামরাঙ্গীচর এলাকা থেকে ১২টি ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার জব্দসহ ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার(৪ মার্চ) দিবাগত রাতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-ওয়ারী জোন) মাসুদুর রহমান মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ওয়ারী এলাকার ৩১টি রেস্তোরাঁ ও হোটেলে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৩ জন আটক
রেস্তোরাঁগুলোর বহির্গমন গেট আছে কি না এবং গ্যাস সিলিন্ডারগুলো সুরক্ষিত কি না তা তারা পরীক্ষা করে দেখেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এডিসি (ওয়ারী জোন)।
ডিএমপির লালবাগ জোনের সহকারী কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, কামরাঙ্গীচর এলাকার রসুলপুর, আশরাফাবাদ, লোহার ব্রিজসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, রেস্তোরাঁর মালিকরা দাহ্য পদার্থ ব্যবহারে সচেতন কি না, তা দেখতে ২৪টি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়।