যশোরে ডাকাতি অভিযানের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ‘কিশোর গ্যাং’য়ের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।
শনিবার (২ মার্চ) দুপুরে যশোর শহরের রায়পাড়া রেলস্টেশনের পুকুরের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মোট ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যশোর জেলা ডিবি পুলিশ।
আটকরা হলেন- কদমতলা এলাকার মৃত জাফর হালদারের ছেলে কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), আমিন (৪৪), বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার টুলু মোল্লার ছেলে ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসিম শেখের ছেলে অয়ন (১৯), বারান্দি কদমতলা এলাকার বিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর (২১), মুরলী জোড়া মন্দির এলাকার হাফিজুর রহমান হ্যাপির ছেলে হাসিবুর রহমান রাতুল (১৯), কাজীপাড়া গোলামপট্টির মৃত শরিফুল ইসলামের ছেলে রাফিদুল ইসলাম রোহান (১৯), শার্শা উপজেলার শিকারপুরের নাহিদ শেখের ছেলে নয়ন শেখ (১৯) ও ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রিফাতুল ইসলাম নিভা (১৯)।
আরও পড়ুন: রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৭ সদস্য গ্রেপ্তার
আটকরা ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় এসআই নুর ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বগুড়ায় পিকনিকের বাস থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক