ঢাকা, ১২ এপ্রিল (ইউএনবি)- মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ রাতে ঢাকায় আসছে বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন।
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে মরদেহগুলো শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
যাদের মরদেহ আসছে- চাঁদপুরের ফরিদগঞ্জের আল আমিন (২৪) ও হাজীগঞ্জের সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), কুমিল্লার লাকসামের মহিন (৩৭) ও দাউদকান্দির রাজু মুন্সী (২৬)।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাতে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে রাজধানী কুয়ালালামপুরের কাছে শ্রমিক পরিবহনকারী একটি বাস খাদে পড়লে পাঁচ বাংলাদেশিসহ ১৪ জন নিহত হন।