ঝেজিয়াং প্রদেশের নিংহোর স্থানীয় বাসিন্দা কূটনীতিক লি দেবিয়াও ১৯৪৯ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
লি দেবিয়াও তার কর্মজীবনের পরবর্তী চার দশক চীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কাজ করেছেন।
কূটনীতিক হিসেবে ইউরোপের ২০টি দেশে, আফ্রিকার দুটি দেশে এবং এশিয়ার চারটি দেশে মোট ২৬ বছর কাজ করেছেন তিনি। মন্ত্রণালয়ে তিনি সোভিয়েত, ইউরোপীয় এবং এশিয়া বিষয়ক বিভাগে কাজ করেছেন।
অবসর গ্রহণের পর থেকে লি দেবিয়াও চীনের বেশ কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডের অন্য সদস্যরা হলেন- স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. ড্যানিলো তুর্ক, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পিস’র ভাইস চেয়ারম্যান রাষ্ট্রদূত জর্জ এডওয়ার্ড মুজ, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত কৃষ্ণান শ্রীনীবাসন এবং ডেনভার বিশ্ববিদ্যালয়ের কর্বেল স্কুল অব ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক হায়দার এ খান।
কসমস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) মুখ্য গবেষণা ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরী।