চীনা
চট্টগ্রামে নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ চীনা প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে।
৩ দিন আগে দুর্ঘটনায় কবলিত হয়ে ওই চীনা প্রকৌশলী সাগরে পড়ে নিখোঁজ হন।
শুক্রবার (৩১ মার্চ) সকালে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরীর হালিশহর আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে লাশ উদ্ধার করে কোস্টগার্ড।
এর আগে গত ২৮ মার্চ জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন। ওই জাহাজের ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল আজ সকাল সোয়া ৯টার দিকে হালিশহরের আনন্দবাজার খাল থেকে চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত
জাহাজটির স্থানীয় এজেন্ট ও কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, গত মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে বহির্নোঙরের আলফা এলাকায় ড্রিল করার সময় দড়ি ছিড়ে লাইফবোটটি ১৬ ক্রু নিয়ে পানিতে ডুবে যায়।
এ ঘটনায় সেদিনই কোস্টগার্ড, বন্দর উদ্ধারকারী দল চবক ও স্থানীয় মাঝিদের সহায়তায় ১৫ নাবিককে জীবিত উদ্ধার করে। তবে ঝাং মিংইয়ান ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।
ফরিদুল আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হবে। এরপর তার মৃত্যুর ঘটনায় জিডি করা হবে।
নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজে থাকা লাইফবোট প্রতি মাসে পরীক্ষা করতে সাগরে নামাতে হয়। এরকম টেস্ট করতে গিয়ে দুর্ঘটনাবশত জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যায়। লাইফবোটটি ফুল লোড ছিল। এরকম পরীক্ষা করতে সাগরে নামানোর সময় ফুল লোড থাকা উচিত না। লাইফবোটে ১৬ জন ছিল। যেখানে ২-৩ জনের বেশি থাকা উচিত না।
তিনি আরও বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রে চীনা কর্মীর মৃত্যু
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ চীনা নাগরিক নিহত
ছবিতে চীনা নববর্ষ
পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝো শহরের জিয়ানজু কাউন্টিতে আসন্ন বসন্ত উৎসব বা চীনা নববর্ষ উদযাপনে গ্রামবাসীরা সিংহ নৃত্য পরিবেশন করছেন।
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ চীনা নাগরিক নিহত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এক আত্মঘাতী বোমা হামলায় তিন চীনা নাগরিক এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানায়, দেশটির একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। এক নারী আত্মঘাতী বোমারু এ হামলা চালায় বলেও জানায় তারা।
করাচি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মোহাম্মদ ফারুক জানিয়েছেন, বোমা হামলায় আরও এক চীনা নাগরিক এবং ভ্যানের সঙ্গে থাকা পাকিস্তানি গার্ড আহত হয়েছেন।
করাচির পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, ধারণা করা হচ্ছে হামলার পেছনে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী ছিল।
আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার শপথ গ্রহণ
তিনি বলেন, ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজে দেখা গেছে একজন আপাদমস্তক বোরকা পরিহিত নারী ভ্যানের দিকে হেঁটে যাচ্ছেন, তারপরই তাৎক্ষণিক বিস্ফোরণটি ঘটে।
উল্লেখ্য, হামলার দায় স্বীকার করা বেলুচিস্তান লিবারেশন আর্মি নিকটবর্তী বেলুচিস্তান প্রদেশে সক্রিয় একটি জঙ্গি গোষ্ঠী। অতীতেও তারা চীনা নাগরিকদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায়।
মঙ্গলবারের হামলার পর বেলুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বোমা হামলাকারীকে শারি বালুচ বা ব্রামশ বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে তিনিই দলের প্রথম নারী বোমা হামলাকারী।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি ‘বেলুচ প্রতিরোধের ইতিহাসে একটি নতুন অধ্যায়’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘদিন ধরে সশস্ত্র বেলুচ জঙ্গিগোষ্ঠী বেলুচিস্তানে বিদ্রোহের চেষ্টা করছে। তারা ইসলামাবাদ থেকে সম্পূর্ণ স্বাধীনতা দাবি না করলেও এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর স্বায়ত্তশাসনের দাবি করে।
আরও পড়ুন: শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত
অনাস্থা প্রস্তাব খারিজ: পাকিস্তানের সর্বোচ্চ আদালতে শুনানি শেষ
মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থানের পর ফিরলেন ৩ চীনা নভোচারী
চীনের তিন নভোচারী দেশটির নতুন মহাকাশ স্টেশনে ছয় মাস থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন। শনিবার মহাকাশ যান শেনঝু ১৩-তে করে তারা মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি মরুভূমিতে অবতরণ করেন।
চীনের রাষ্ট্রীয় টিভিতে সরাসরি তাদের অবতরণের ভিডিও দেখানো হয়েছে।
এই মিশনের তিন মহাকাশচারী হলেন- ওয়াং ইয়াপিং, ক্রুমেট ঝাই ঝিগাং ও ইয়ে গুয়াংফু।
এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং হাইনানের দক্ষিণ দ্বীপের ওয়েনচাং-এ উৎক্ষেপণ স্থান পরিদর্শন করেন। যেখান থেকে তিয়ানহে মডিউলটি কক্ষপথে নিক্ষেপ করা হয়েছিল।
এই তিন মহাকাশচারী চীনের মহাকাশ স্টেশন তিয়ানগং বা স্বর্গীয় প্রাসাদে থাকা দ্বিতীয় ধাপের মহাকাশযাত্রী। ২০২১ সালের এপ্রিলে এর মূল মডিউল তিয়ানহে চালু করা হয়েছিল।
তিয়ানগং এর উদ্দেশে পরবর্তী মহাকাশযাত্রার তারিখ কর্তৃপক্ষ এখনও ঘোষণা করেনি।
আরও পড়ুন: তিন নভোচারী নিয়ে চীনের প্রথম মহাকাশ যাত্রা
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অস্বস্তির কারণে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয়া হয়। কারণ চীনের সামগ্রিক মহাকাশ কর্মসূচি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মি পরিচালনা করে।
তিয়ানগং চীনের তৃতীয় মহাকাশ স্টেশন। এর আগে ২০১১ সালে এবং ২০১৬ সালে চীন দুটি মহাকাশ স্টেশন উৎক্ষেপণ করে। ২০২০ সালে দেশটির সরকার ঘোষণা করেছিল চীনের প্রথম পুনঃব্যবহারযোগ্য মহাকাশযানটি একটি পরীক্ষামূলক ফ্লাইটের পরে সফলভাবে মহাকাশে অবতরণ করেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে চীন মহাকাশে নভোচারী পাঠায়।
২০০৩ সালে চীন প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠায় এবং ২০১৩ সালে চাঁদে এবং ২০২১ সালে মঙ্গলে চীনের রোবট রোভার অবতরণ করে।
আরও পড়ুন: মহাকাশ পরিভ্রমণ করা চীনের প্রথম নারী ওয়াং ইয়াপিং
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
মাতারবাড়ি চ্যানেলে টাগশীপ ডুবি, চীনা নাগরিকের লাশ উদ্ধার
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। তার নাম জিয়াং হং চেন।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জিয়াং হং চেন চীনা নাগরিক। তিনি মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে লাশ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরীরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।
আরও পড়ুন: মানিকগঞ্জে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁয় মাদরাসার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চীনা টিকার কার্যকারিতা কম, দেশটির কর্মকর্তাদের স্বীকারোক্তি
করোনাভাইরাসের চীনের ভ্যাকসিনগুলোর দুর্বলতার এক বিরল স্বীকারোক্তি দিয়ে ওই দেশের শীর্ষস্থানীয় রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন, চীনা ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কম। একই সাথে সরকার এটি বৃদ্ধির জন্য তাদের দেশীয় ভ্যাকসিনে মিশ্রণের বিষয়টি বিবেচনা করছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে শনিবার এক সম্মেলনে চীনের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের ডিরেক্টর গাও ফু বলেন, চীনের ভ্যাকসিনগুলোর উচ্চ সুরক্ষা হার নেই।’
আরও পড়ুন: বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য সচিব
পূর্বের পরীক্ষামূলক ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রক্রিয়া ব্যবহার করে তৈরি ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রচার করার চেষ্টা করার সময় বেইজিং বিদেশে কয়েক’শ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণ করেছে।
গাও বলেন, ‘টিকাদান প্রক্রিয়ার জন্য আমাদের বিভিন্ন প্রযুক্তিগত পন্থা থেকে বিভিন্ন ভ্যাকসিন ব্যবহার করা উচিত কিনা তা এখন আনুষ্ঠানিক বিবেচনার মধ্যে রয়েছে।’
রবিবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা গাও এর মন্তব্য বা সরকারি পরিকল্পনার সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে প্রশ্নের সরাসরি জবাব দেয়নি।
আরও পড়ুন: সিনোভ্যাকের ভ্যাকসিন শিশুদের ক্ষেত্রে কার্যকর
তবে সিডিসির অপর এক কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞরা এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিন নিয়ে কাজ করছেন।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রাখুন: ডব্লিউএইচও
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনগুলো মিশ্রণ বা অনুক্রমিক টিকাদান রোগ প্রতিরোধ কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারে। ব্রিটেনের গবেষকরা ফাইজার-বায়োএনটেক এবং ঐতিহ্যবাহী অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একটি সম্ভাব্য সংমিশ্রণের বিষয়ে গবেষণা করছেন।
রাষ্ট্রদূত লি দেবিয়াও’কে উপদেষ্টা বোর্ডে স্বাগত জানাল কসমস ফাউন্ডেশন
অবসরপ্রাপ্ত চীনা রাষ্ট্রদূত লি দেবিয়াও’কে নিজেদের উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে স্বাগত জানিয়েছে কসমস ফাইন্ডেশন।
ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মারা গেছেন
ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডু ওয়েইকে রবিবার সকালে তেল আবিবের উত্তরে তার সরকারি বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।