সেমবার ৯৯৯ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকাল ৫টার দিকে ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'এ একজন কলার ফোন করে জানান, নিকুঞ্জ ১ নং গেটের কাছে রাস্তার পাশে এক যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি পুলিশি সহায়তার জন্য অনুরোধ করেন।
৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সাথে খিলক্ষেত থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে থানা থেকে একটি পুলিশ দল অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয়।
পরে খিলক্ষেত থানার এসআই শুভাশীষ ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে অজ্ঞান পড়ে থাকা যুবককে উদ্ধার করেন। তিনি আশে পাশের লোকজনের সহায়তায় যুবকটির মাথায় পানি ঢালেন এবং শুশ্রুষা করেন। এক পর্যায়ে যুবকের জ্ঞান ফিরে আসে। তখন যুবকের কাছ থেকে জানতে পারেন তার নাম সেলিম, বয়স ৩৫। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে সকালে ঢাকায় এসেছিলেন রিক্সা চালানো অথবা কোনো একটি কাজ করার উদ্দেশ্যে। কিন্তু তিনি জন্ডিস আক্রান্ত থাকায় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান।
সেলিম পুলিশ দলকে জানান, তার বর্তমান শারীরিক অবস্থায় তার পক্ষে ঢাকায় কাজ করা সম্ভব নয়। তাই তিনি তার বাড়িতে ফিরে যেতে চান কিন্তু তার কাছে যাওয়ার মতো টাকা নেই।
পরবর্তীতে পুলিশের দলটি সবাই মিলে ৫৫০টাকা তাকে পথ খরচ হিসেবে দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেয়।