সংকট ব্যবস্থাপনায় মানব সম্পদ ও অর্থনৈতিক ব্যয় অত্যধিক বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে বৈশ্বিক মানবিক সহায়তার আবেদন রেকর্ড দুই হাজার ৩৫০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
বুধবার জাতিসংঘ সদরদপ্তরে উচ্চ পর্যায়ের ফোরামে ‘শান্তির সংস্কৃতি’ নিয়ে সাধারণ আলোচনায় শাহরিয়ার আলম বলেন, ‘এ বছর সেটা বাড়বে, কারণ আমরা মিয়ানমার সীমান্ত এলাকায় আমাদের সময়ের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হতে দেখেছি।’
তিনি জানান, বন্ধ করার জন্য চেষ্টা চালানো সত্ত্বেও এখনো অনেক দেশে সহিংস সংঘাত চলছে। এসব ঘটনায় নজিরবিহীন সংখ্যক বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুরা সরাসরি আক্রান্ত হয়েছে।
সব ধরনের প্রচেষ্টায় জনকেন্দ্রিক পদক্ষেপ বজায় রাখার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কাজে নেতৃস্থানীয় অবদানকারী হিসেবে বাংলাদেশ জাতিসংঘের শান্তি উদ্যোগে সমর্থন দিয়ে যাবে বলেও উল্লেখ করেন শাহরিয়ার আলম।
তিনি উল্লেখ করেন- ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’- বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মূলমন্ত্রের কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শান্তির সংস্কৃতির প্রবক্তা হয়ে আছে।