বৃহস্পতিবার বিশ্বব্যাংক জানায়, বুধবার বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের পক্ষে যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন চুক্তিতে স্বাক্ষর করেন।
চলমান জরুরি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে এ অতিরিক্ত অর্থায়নের ফলে অবকাঠামোগত উন্নয়নসহ এক লাখ ৪০ হাজার ৮০০ স্থানীয় মানুষসহ প্রায় ৭ লাখ ৮০ হাজার ৮০০ লোক উপকৃত হবে।
চুক্তির ফলে প্রায় ৩ লাখ ৬৫ হাজার ৮০০ মানুষ উন্নত পানির সুবিধা পাবে এবং ১ লাখ ৭১ হাজার ৮০০ মানুষ উন্নত স্যানিটেশন ব্যবহার করতে পারবে।
এ অর্থায়ন ৪ হাজার সৌর স্ট্রিটলাইট এবং ৯৭৫টি বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের পাশাপাশি ৪০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করতে সহায়তা করবে যাতে ৮১ হাজার মানুষ সুবিধা পাবে।
এছাড়া, এর মাধ্যমে সরকারি সংস্থাগুলোকে সংকট ও জরুরি পরিস্থিতিতে পরিকল্পনা, সমন্বয় ও সাড়াদানে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে।