জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান আরও উন্নত করা ও সকল মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে ইউএনএইচসিআর সহ সকল আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে রোহিঙ্গা সমস্যা নিরসনে এক আলোচনায় এই আহ্বান জানান। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে.এম. শাখাওয়াত মুন জানান, ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভায় রোহিঙ্গা সমস্যা নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
সরকার ইতোমধ্যেই কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আরও ৮০ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে।
সভায় এ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ বাসস্থান নিশ্চিতসহ সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে।
আরও পড়ুন: নিকট ভবিষ্যতে রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন জটিল হয়ে উঠছে: জাতিসংঘ
এসময় সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।