সেই সাথে দেশটি বলেছে, রোহিঙ্গাদের জরুরি চাহিদা পূরণে তারা বাংলাদেশ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাবে।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া আর্ল মিলার সম্প্রতি বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত সিনেট কমিটির এক শুনানিতে বলেন, ‘এটা স্পষ্ট যে এই সংকটে টেকসই প্রচেষ্টা দরকার।’
বিবৃতি অনুযায়ী তিনি বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এটা সমাধানে দুই দেশ অংশীদারিত্বের সাথে এক হয়ে কাজ করতে পারে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা প্রায় ১০ লাখ উদ্বাস্তুকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মিলার আরো বলেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য সীমান্ত ও হৃদয় খুলে দেয়া বাংলাদেশের সরকার ও জনগণের উদারতায় যুক্তরাষ্ট্র গভীরভাবে কৃতজ্ঞ।
‘যুক্তরাষ্ট্র সব সময়ের মতো তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই মানবিক সংকট সমাধানে আমরা সর্ববৃহৎ দাতা। গত বছরের আগস্ট থেকে সরবরাহ করা হয়েছে ২০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। কংগ্রেসের তহবিল বরাদ্দ ও অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ,’ যোগ করেন তিনি।