বুধবার সকাল ১০টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের এফসিও ও ডিএফআইডি মন্ত্রী অ্যালিস্টইয়ার বার্ট।
তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, ‘রোহিঙ্গাদের ভার বাংলাদেশ বেশি দিন নিতে পারবে না। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে একযোগে আওয়াজ তুলতে হবে।’
বার্ট কুতুপালং ক্যাম্পে পৌঁছে ইউএনএইচসিআর, ব্যাক, আইওএম এবং ইউকে এইড এর রোহিঙ্গাদের সেবায় নানা কার্যক্রম পরিদর্শন করেন। কথা বলেন রোহিঙ্গা নারী পুরুষের সাথে।
ব্রিটিশ মন্ত্রী বার্ট কুতুপালং মধুরছড়া এলাকায় রোহিঙ্গাদের জন্য সদ্য নির্মিত এক্সটেনশন ক্যাম্প ৪ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্যাম্পে আশ্রীত বেশ কয়েকজন রোহিঙ্গা নর-নারীর সাথে কথা বলেন তিনি।
মন্ত্রী ক্যাম্পে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং পৃথকভাবে নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সাথে কথা বলে রাখাইনের বর্বরতার বিবরণ জানতে চান। তিনি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩ ঘণ্টা অবস্থান করেন।