করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহীত লকডাউনের মধ্যেই ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমলগুলো খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে।
আরও পড়ুন: লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি
উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে ২৫ এপ্রিল থেকে দোকান ও শপিংমলগুলো পুনরায় খোলার অনুমতি দেয়া হয়েছে।
২২ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউটি ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, ৫ এপ্রিল সারা দেশে সাত দিনের লকডাউন শুরু হওয়ার সাথে সাথে রাজধানী ঢাকায় গণপরিবহন, দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।
ইউএনবির সাথে আলাপকালে স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, আগামী জুনের আগে বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতির কোনো উন্নতি হবে না।
বাংলাদেশ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দলটি গাণিতিক মডেলিং ব্যবহার করে করোনার পূর্বাভাস জানার চেষ্টা করেন। গবেষণায় দেখা যায়, বাংলাদেশে আগামী মে মাসের শেষ নাগাদ করোনা পরিস্থিতি বর্তমান অবস্থাতেই থাকবে। তবে জুন মাস থেকে পরিস্থিতি উন্নতি হবার সম্ভাবনা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
আরও পড়ুন: ঈদে শিথিল হতে পারে লকডাউন: কাদের
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ৯৮ জন করোনায় মারা গেছেন।
একই সময়ে, ভাইরাসে নতুন করে আক্রান্ত হন ৪ হাজার ১৪ জন।