বন্ড তালিকাভুক্তির ‘দ্য রিং, দ্য বেল’ অনুষ্ঠানটি ১১ নভেম্বর এলএসইতে অনুষ্ঠিত হবে। পরে সেখানে বাংলাদেশে বিনিয়োগের গল্প ও বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরতে বিনিয়োগকারীদের নিয়ে ‘ইনভেস্টর’স রাউন্ডটেবিল’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে।
শনিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, আইএফসি ও এলএসই যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের এ আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে।
পরে এলএসই সোমবার সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত (স্থানীয় সময়) গণমাধ্যমকে ব্রিফ করবে।
ব্রিফিংয়ে কথা বলবেন বাংলাদেশের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, আইএফসির ভাইস প্রেসিডেন্ট (এশিয়া অ্যান্ড প্যাসিফিক) নেনা স্টোয়েলজকোভিক ও আইএফসির ট্রেজারারি ক্লায়েন্ট স্যলিউশনস ডিরেক্টর কেশব গৌড়।
‘দ্য রিং, দ্য বেল’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলা বন্ড’ তালিকাভুক্ত হওয়া উদযাপন করতে সোমবার বিকাল ৫টা থেকে ৭টা (স্থানীয় সময়) পর্যন্ত সেন্ট জেমস কোর্টে (তাজ হোটেল) ‘বাংলাদেশ বিনিয়োগ সংলাপ’ অনুষ্ঠানের আয়োজন করবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।