রবিবার বিকাল ৩টার দিকে কয়েক দফায় এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাবির ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন রনি গ্রুপের অনুসারী এক জুনিয়রকে র্যাগ দেয়ার অভিযোগে ছাত্রলীগের মুশফিকুর রহমান জিয়ার অনুসারী বেশ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাবির শিক্ষাভবন "বি" এর সামনে মুশফিকুর রহমান জিয়ার অনুসারীদের ওপর আক্রমণ করে সাখাওয়াত গ্রুপের অনুসারীরা। এতে মুশফিকুর রহমান জিয়া গ্রুপের মামুন, সাব্বির, হাফিজ এবং সোহেল রানা আহত হন।
পরে সাখওয়াত-রনি গ্রুপের অনুসারীদের ওপর মুশফিকুর রহমান জিয়ার অনুসারীরা আক্রমণ করে। এতে সাখওয়াত গ্রুপের আব্দুল বারী সজিবসহ আটজন আহত হন।
সংঘর্ষের ঘটনায় শাবির ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে এমন সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের সাথে কথা বলেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এঘটনায় ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।