শুক্রবার সকালে স্বর্ণগুলো উদ্ধার ও যাত্রীকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে অস্ত্র ঠেকিয়ে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই
যশোরে স্বর্ণের ২০ বারসহ যুবক আটক
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টায় মাসকাট থেকে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৭.২৯০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। বাড়ি চট্টগ্রাম জেলায়।
আরও পড়ুন: যশোরে প্রায় ৫ কোটি টাকার ৬০টি স্বর্ণের বার জব্দ
শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনাসহ আটক ১
সিলেট বিমানবন্দরে ১৪টি সোনার বারসহ দুবাই ফেরত যাত্রী গ্রেপ্তার
আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রীকে থানায় সোপর্দ করা হবে। ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস সূত্র।