সোমবার ভোরে শহরের পৌরপার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমাদুল হোসেন (২৬) বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
আরও পড়ুন: অক্টোবরে বিজিবির অভিযানে ৬৪.৯ কোটি টাকার পণ্য জব্দ
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।
যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: বিজিবির সক্ষমতা বাড়াতে ৭৩টি আধুনিক বিওপি স্থাপন করা
ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যানন্ট কর্নেল সেলিম রেজা জানান, তারা গোপনে জানতে পারেন যে স্বর্ণ চোরাচালানের একটি চক্র শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। এমন খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে পাঁচ প্যাকেটে মোট ২০ স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিজিবির সক্ষমতা বাড়াতে ৭৩টি আধুনিক বিওপি স্থাপন করা
আটক ইমাদুল দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে বলে জানান লেফটেন্যানন্ট কর্নেল সেলিম রেজা।