গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় পৌনে তিন কেজি ওজনের স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ শনিবার পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।
আটক যাত্রীরা হলেন- আমির হুসেন (৫০), মাহবুব রহমান (৩৫), আবদুর রহমান সরকার (৪৬), জাকির হুসেন (৩০) এবং আব্দুর রহমান (৩৮)।
বিমানবন্দর সূত্র জানায়, ভোর ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই পাঁচ যাত্রী।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, কাস্টমস হলের গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
তিনি আরও জানান, পরে তল্লাশি করে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণ বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা জিনিসের বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর।