কুমিল্লার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও জেলা প্রশাসনের ল্যাবে পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রোবট তৈরির ওপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।
কুমিল্লা রোবোটিক্স অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব আয়োজিত এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি ঘটানো এবং তাদের বৈজ্ঞানিক উদ্ভাবনে আগ্রহী করে তোলা।
তিন দিনব্যাপী এ কর্মশালায় জেলা শহরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০ জনের বেশি শিক্ষার্থী প্রথমে অংশ নেয়। তাদের মধ্য থেকে ১২০ জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার কানিজ ফাতেমা।
এছাড়া কুমিল্লা রোবোটিক্স অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রোমাঞ্চকর ফাইনালে বরিশালকে হারাল কুমিল্লা
ল্যাব দুইটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে দলবেঁধে শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেয়। জেলা প্রশাসনের ল্যাবে থ্রিডি প্রিন্টারে চলছে রোবটের বডি প্রিন্ট। প্রশিক্ষকের সঙ্গে সেন্সর নিয়েও কাজ করছেন শিক্ষার্থীরা।